সুদিন লিপি তালুকদার | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ সুদিন তবে ফিরবে না আর দিনেদিনে বাড়ছে কেবল, নিরাশা, হাহাকার। আশাহত দিনগুনি সুদিনের আশায় নিত্যদিন ছলনা করে দুঃখের তীরে ভাসায়। সুন্দর একটা সকাল দেখবো, এমন আশায় থাকি, মন ভার করে বাঁচা মরায় থাকি। আসুক আসুক নিশ্চিত দিন স্বপ্নগুলো বাঁচিয়ে রাখি।