চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে অটিজম সেন্টারের উন্নয়নকল্পে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়। গত বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা উক্ত চেক হস্তান্তর করেন। এ সময় প্রশান্তি অটিজম সেন্টারের পক্ষে তৌহিদুল আজাদ হায়দার ও সোহানা বিলকিস উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, বর্তমান সরকার অটিস্টিক শিশুদের সার্বিক কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এসব শিশুরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।