বর্ষাতেও ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে : মেয়র

জলজট থেকে নগরীকে রক্ষার উদ্যোগ

| শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই নগরীর যেখানে জলজট হতে পারে সেখানে নালা নর্দমা থেকে আবর্জনা ও মাটি পরিষ্কারে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে। এছাড়া মেগাপ্রকল্প বাস্তবায়নে চাক্তাই খালের যে সকল স্থানে বাঁধ দেয়া হয়েছে সেখান থেকে বদ্ধ পানি সরাতে বিকল্পপথ তৈরি করতে প্রকল্প কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে। তাহলে এ বছর নগরীর জলজট সমস্যা প্রকট হবে না। গত বৃহস্পতিবার নগরীর ৬নং পূর্ব ষোলশহর বহদ্দার হাট পুকুর পাড় থেকে রাহাত্তার পুল পর্যন্ত এবং খাজা রোড থেকে বলির হাট পর্যন্ত বড় নালা থেকে জমাট আবর্জনা ও মাটি উত্তোলন এবং পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণজয়ন্তীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধঅটিজম সেন্টারে জেলা পরিষদের অনুদান