রাউজানে জুয়ার টাকা না পেয়ে রাশেদ নামের এক প্রবাস ফেরত যুবক তার স্ত্রী ও ভাবীকে কুপিয়ে জখম করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গহিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোতোয়ালী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিবারের অন্য সদস্যরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ একজন জুয়াড়ি। সে তার স্ত্রী এ্যানী আকতারের কাছ থেকে জুয়ার টাকা আদায় করতে না পেরে মারধর করতে থাকে। এসময় তার বড় ভাই মোরশেদ আলমের স্ত্রী তানজু বেগম এ্যানীকে বাঁচাতে গেলে রাশেদ দা নিয়ে দুইজনকে কোপাতে শুরু করে। এই পরিস্থিতিতে পাড়ার লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান নুরুল আবসার বাশি ঘটনার বলেন, ঘটনা শুনে পুলিশের সাথে ওই বাড়িতে গিয়েছিলান। অভিযুক্ত রাশেদ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। থানার এসআই শাহদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, পাড়ার লোকজনের জবানবন্দি নিয়েছি। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।