ঐতিহাসিক ৭ মার্চ উপরক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯ মিনিটের যে ভাষণ দিয়েছিলেন তা ছিল বাংলার প্রতিটি মানুষের মনের কথা।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ বোয়ালখালী : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার উদ্যেগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা গোমদন্ডী ফুলতলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা যুবলীগের সহসভাপতি এম ইউছুপ রেজা। সভায় বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা বদন দে, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইসমাইল, তাজুল ইসলাম মানিক, মুনছুর আলম মাসুদ, ছাত্রলীগ নেতা মো. আজাদ হোসেন মহিদ, সিয়াম আহমদ রায়হান প্রমুখ।
বাকলিয়া থানা আওয়ামী লীগ : বাকলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে ময়দার মিল মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী সিদ্দিক আলম। বক্তব্য রাখেন বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী মনি, ইসমাইল কোম্পানী, আব্দুর রহিম, কামাল উদ্দীন, আবুল ফয়েজ খোকন, মোরশেদ আলী ও হিরন মিয়া।
১৭ নং ওয়ার্ড : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও কাউন্সিলর শহিদুল আলমের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মুছা। বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য হোসেন সরওয়ার্দী। সমর দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আশেক ইলাহী, হামিদুল হক, আবদুল হাকিম, নুরুল আবছার, এনামুল হক, ইলিয়াছ, কামাল আহমদ, এরশাদ হোনে, সাইফুল ইসলাম, নাজিম দেওয়ান, মিজানুর রহমান, রাহুল মিত্র বাপ্পা, সুমন, দৌলত, ওসমান, রাজীব দে, নেপাল দাশ, হেলাল মিয়া, আবুল খালেক, রায়হান, মিশু সাহা, মানিক, রাহুল দাশ, কাইয়ুম, মানিক রাজ, রিয়াজ কাদের, সুহৃদ বড়ুয়া শুভ, হিরু বড়ুয়া, রিমন দে, হায়দার প্রমুখ।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের সুপারিশ লাভ করায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. সোলায়মান। সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন সিইপিজেড বেপজা মহাব্যবস্থাপক মসিউদ্দিন বিন মেছবাহ, কেইপিজেড বেপজা মহাব্যবস্থাপক মো. এনামুল হক, অতিরিক্তি পুলিশ সুপার শম্পা রানী সাহা, শ্রমিক লীগ নেতা সফর আলী। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন এসআই আবু সুফিয়ান ও এএসআই খায়রুল আলম।
পতেঙ্গা থানা : পতেঙ্গা মডেল থানার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান স্টিল মিল মুনভিউ ক্লাবে পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দের তত্বাবধানে অনুষ্ঠিত হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর-ট্রাফিক) শাখার সভাপতিত্বে বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ। পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর আবদুল বারেক, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম।