চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর সাথে দুর্ব্যবহার ও টাকা নেয়ার অভিযোগে ৩ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে হাসপাতাল প্রশাসন। গতকাল সোমবার সকালে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে আলট্রাসনোগ্রাম করতে আসা এক রোগীর সাথে দুজন কর্মচারী দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এছাড়া আরো এক কর্মচারীর বিরুদ্ধে রোগীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে।
এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা তিন কর্মচারীকে হাসপাতাল পরিচালকের কক্ষে নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, তিন জনকে আমার অফিসে আনার পর আমি তাদের জিজ্ঞাসাবাদ করি। এটি রোগীর সাথে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির মতো ছোট্ট ঘটনা। রোগীর পক্ষ থেকে খারাপ ব্যবহারের অভিযোগ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।