করোনা ছোবলে থামেনি
ঋতুরাজের আগমন
শীতকে বিদায় দিয়ে তাই
এই বসন্তকে বরণ!
আশঙ্কার কালো মেঘে
নিষ্প্রাণ এ শহর
মনের সব ঋতু রঙ
আজ বড় ধূসর!
ধূসর বিবর্ণ শহর
শোকের মিছিল
নিতে মানা ঋতুরাজে
সুখ অনাবিল
আড্ডায় নিষেধ আজ
হোলি রঙ মানা
কোকিলের কুহু সুরে
করোনার হানা।
তবু নিষ্প্রাণ বসন্তকে
করতে বরণ
পলাশ শিমুল ফুটে
করছে স্মরণ
কৃষ্ণচূড়ায় সেজেছে
পথ ও প্রান্তর
করোনা ভুলতে চাই
অতি সত্বর!