নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা গত ৫ মে নগরীর ফুলকি এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুবোধ মুৎসুদ্দির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। প্রধান বক্তা ছিলেন সংস্কৃতি সংগঠক ওয়াহিদ আলম। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক সুমন মুৎসুদ্দি, সঞ্চয়ন বড়ুয়া, দিদার আশরাফী। অনন্যা বড়ুয়া বিথী ও পদ্মমিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুপম মুৎসুদ্দি টিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনক মল্লিক, আসিফ ইকবাল, জীবন বড়ুয়া ও কাঞ্চন দত্ত।
সঙ্গীত পরিবেশন করেন মৈত্রী চৌধুরী রিয়া, ঋতু দত্ত, রিমা, পূজা, অনন্যা, মৃত্তিকা, অনন্যা বড়ুয়া বিথী, পদ্মমিতা বড়ুয়া, এহসাস রহমান গুড্ডু, পুষ্পিতা বড়ুয়া, আদৃতা বড়ুয়া, অনিন্দ্য বড়ুয়া, সেঁজুতি, বিপাশা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বসন্ত বরণ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা দেবাশীষ বুলবুলের শেষকৃত্য