মাকে মনে পড়ে সকল
কথায় এবং কাজে
মাকে মনে পড়ে যখন
দুঃখ প্রাণে বাজে ।
মাকে মনে পড়ে বড়
ভুলতে পারি না যে
সকল কাজে ছায়া হয়ে
ছিলেন আমার মা যে ।
মাকে ভোলা যায় না মোটে
যত থাকি ভুলে
মা যে আমার বেঁচে আছেন
অকুল নদীর কুলে ।
গোফরান উদ্দীন টিটু | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ