বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যা চেষ্টার মামলায় শিবির ক্যাডার নাসিরের বিরুদ্ধে সাক্ষী দিতে আসেনি কেউই। ফলে বাধ্য হয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন আদালত। গতকাল ২৮ ফেব্রুয়ারি (রোববার) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান এ তথ্য জানান।
আইয়ুব খান বলেন, রোববার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। আসামি শিবির ক্যাডার নাসিরকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু আদালতে সাক্ষী না আসায় বিচারক পরবর্তী দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ফটিকছড়ি থানার মামলা ০৬ (৫) ১৯৯২, জি.আর ৩৭ / ১৯৯২ নম্বর মামলায় চার্জশিটভুক্ত ২৬ জনের মধ্যে শিবির ক্যাডার নাছির উদ্দিন ১ নম্বর আসামি।