দক্ষিণ রাউজানে মতি ফকিরের ওরশ কাল

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের গশ্চি দরবারে আগামীকাল রোববার শাহসুফি ছৈয়দ মতিউর রহমান প্রকাশ মতি ফকির(রহ.) ও তাঁর পুত্র শাহসুফি মাওলানা ছৈয়দ আবদুল জব্বারের (রহ.) বার্ষিক ওরশ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসুচীর মধ্যে রয়েছে বাদ আছর খতমে গাউছিয়া, বাদ মাগরিব মিলাদ,বাদ এশা ছেমা মাহফিল, আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধবালুখালী সমাজ কল্যাণ পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ