শহীদ মিনারটি আড়াল হয়েছে
কিছু প্রস্তরখণ্ডে
চোখের আড়াল কি আর
মনের আড়াল!
মিনার ঘিরে
শৈশব কৈশোরের রিলের স্মৃতি
দিনমান ঘুরে ফিরে।
বছর জুড়ে মিনার প্রাঙ্গণ
অপেক্ষায় থাকে
একুশের প্রহরের।
সরব হয়ে উঠে প্রাঙ্গণ
একুশ ঘিরে।
ঘড়ির কাটা বারোটা পেরুলে
আবার স্তব্ধ
অপেক্ষা আরো একটি একুশের।