হযরত চাঁন শাহ ফকির (রহ.) এর বার্ষিক ওরশ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বারমাসিয়া শাখার উদ্যোগে সৈয়দ ফয়জুল হক মাইজভাণ্ডারী ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গত শুক্রবার ফটিকছড়ি উপজেলার সুয়াবিলস্থ হযরত চাঁন শাহ ফকির (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ক্যামেপইন উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বারমাসিয়া শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন। এতে অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক আনিস উদ্দিন সোহেল, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বারমাসিয়া শাখার উপদেষ্টা আবুল হাশেম, সভাপতি শফিউল আলম, সাধারণ সমপাদক জাবেদুল হক সাইমন, সুমন সিকদার, এনাম কোমপানী, মোরশেদ তালুকদার, মনিরাজ কর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ। ক্যামেপইনে প্রায় ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











