আজ শুক্রবার(২২ জানুয়ারি) সকালে ৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (বর্তমান পদপ্রার্থী) জহর লাল হাজারী নৌকা ও তার নির্বাচনী প্রতীক মিষ্টি কুমড়ার পক্ষে লালদিঘী পাড়, শাহ্ আমানত মাজার, বদর শাহ্ মাজার এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা কমান্ডার মোজাফ্ফর আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন শাহ, দপ্তর সম্পাদক সেকান্দার হোসেন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম, আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আজম, সাবেক ছাত্রনেতা লিটন দাশ, রাজু দাশগুপ্ত, অলক চক্রবর্তী, বাপ্পী চক্রবর্ত্তী, নিপু শর্ম্মা,বিরাম চক্রবর্ত্তী, স্বাগতম জয় চৌধুরী, মো. রানা, নয়ন সরকার, রাজীব সিকদার বিল্লু, প্রিয়ম দে, রিমন দে সহ প্রমুখ।