স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক করোনা মোকাবেলায় সাংবাদিকদের সম্মুখসারির যোদ্ধা আখ্যা দিয়ে বলেছেন, চলতি মাসের ২৫ বা ২৬ জানুয়ারি বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসবে। প্রথম চালানেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা এই ভ্যাকসিন পাবেন। পর্যায়ক্রমে সকল সাংবাদিককে করোনার এই ভ্যাকসিন দেয়া হবে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিআরইউর সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, শাহ আলম নূর, মাইনুল হাসান সোহেল, মো. জাফর ইকবাল, মাইদুর রহমান রুবেল, হালিম মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।করোনায় ডিআরইউর কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার শুরু থেকেই ডিআরইউ যেভাবে সদস্য ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে তা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মন্ত্রী ভবিষ্যতেও ডিআরইউর সার্বিক কার্যক্রমের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।