শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তর্জাতিক মানে সিআইইউ

ইউজিসির বার্ষিক প্রতিবেদন

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তর্জাতিক মান বজায় থাকায় তারুণ্যমুখর বিদ্যাপীঠ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষাকার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সর্বশেষ ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে সিআইইউর পাঠদান পদ্ধতি, গুণগত শিক্ষা ও ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে এ সন্তোষ প্রকাশ করা হয়। নতুন বছরের শুরুতে চলতি মাসের গত ১৫ জানুয়ারি এই বিষয়ে ইউজিসির প্রতিবেদন ও তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইউজিসির ৪৬তম বার্ষিক প্রতিবেদনে চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান সিআইইউর বিষয়ে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী মানসম্পন্ন শিক্ষা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। গবেষণা কার্যক্রম বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অধিক নজর রয়েছে আমাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ধাপেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা করোনার ভ্যাকসিন পাবেন
পরবর্তী নিবন্ধরাজামিয়া অ্যান্ড সন্সের নতুন সিএনজির রোড শো