১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে পরিবর্তনের ডাক দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান পানির ট্যাংকি, বিডব্লিউ-১, ২, ৩ ও ৪ এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়েছেন।
মাহমুদুর রহমান সাধারণ ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনী ইশতেহারে যেভাবে বলেছেন ইনশাআল্লাহ নির্বাচিত হলে প্রতিটি ওয়াদা তিনি পূরণ করবেন। এ এলাকায় গত তিনদিন ধরে নিজের অর্থায়নে পানি দিয়ে সহযোগিতা করছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং সুখে দুঃখে এলাকার সাধারণ জনগণের সাথে থাকার অঙ্গিকার করেন। তিনি নৌকা ও রেডিও প্রতীকে ভোট দিতে সবাইকে অনুরোধ করেন।