ঝাউতলা মঞ্জুর মার-সোলেমানের মায়ের কলোনি-লাল পাহাড় ও বাগান বাড়িতে গণসংযোগ পরবর্তী পথসভায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল বলেন, বিশুদ্ধ পানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা হবে। পথসভায় দুলাল পরিষ্কার-পরিচ্ছন্ন ও মাদক-সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ারও অঙ্গিকার ব্যক্ত করে আগামী ২৭ তারিখ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ ও ঘুড়ি মার্কায় ভোটারদের ভোট প্রদান করার আহবান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন মো. আবু ভান্ডারী, মো. গোলাম সরোয়ার, মাহবুব খালেদ, মো. শাহ-আলম, মোহাম্মাদ মিল্টন, মো. কামাল, মো. জসিম, আবদুর রহমান, মো. ফারুক, নুর হোসেন, মো. হোসেন, মো. জাবেদ, মো. রাজু, মো. আশিক, মো. মামুন পাঠোয়ারী নিরব, মো. আকাশ, মো. শরিফ, শামসুদ্দিন শামসু, মিনহাজুল ইসলাম, মো. মেহেদি সহ নেতৃবৃন্দ।