উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর গণসংযোগ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৮:৩২ অপরাহ্ণ

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপির দলীয় একক প্রার্থী উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাশেমের সমর্থনে বি বক্ল, এস ক্লাব মোড় থেকে পূর্ব ও দক্ষিণ এলাকায় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের নেতাকর্মীদের সহ গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রার্থী প্রচারণায় অংশগ্ৰহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আবুল হাশেম বলেন, আগামী ২৭ শে জানুয়ারি সকলের ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা নিজের ভোট প্রদানের মাধ্যমে হারিয়ে যাওয়া ভোটার অধিকার প্রতিষ্ঠাত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদের কে মনে রাখতে হবে এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ দামুয়ায় কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের গণসংযোগ
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে চবির হিসাব নিয়ামকের ওপর হামলায় তদন্ত কমিটি