জরিমানা ছাড়াই ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দেওয়া যাবে। তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সেজন্য করদাতাদের আজ বুধবারের মধ্যে করের ব্যাংক ড্রাফট, পে-অর্ডার ও চালান কেটে রাখতে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। কিন্তু ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।
গত নভেম্বর মাসের শেষ দিন (৩০ নভেম্বর) করদাতাদের ভিড় ও আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়েছিল।