উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ, হচ্ছে যদিও দুর্ভোগ-কি শহর কি গ্রাম -রাস্তা-ঘাটের নির্মাণ -চলে কাজ অবিরাম -উন্নয়ন যে দৃশ্যমান। মুজিব কন্যার সাহস বেশ -যেভাবে এগুচ্ছে দেশ-পায় যদি পরিবেশ -অভাবের দিন শেষ। স্বভাব যদি না বদলায় -যাবে সব গোল্লায় -দুর্নীতি আর স্বজন প্রীতি -দেশের জন্য বড় ক্ষতি।
দায়িত্ব প্রাপ্ত চেয়ারে -দুর্নীতি যদি না করে -খাঁটি সোনার দেশ হবে -নয় বেশি দূরে।