সেদিন গিয়ে সামটা গাঁয়ে
দেখতে পেলাম ধানের গোলা,
ছাগলগুলো ভাত খেয়ে যায়
মানুষগুলো খাচ্ছে ছোলা।
পুরুষরা সব ঘোমটা পরে
রান্নাঘরে বাটনা বাটে,
নারীর দলে হাস্যমুখে
শপিং করে গাঁয়ের হাটে।
দিনের বেলায় ঘুমোয় তারা
রাতের বেলায় থাকছে জেগে,
বকতে গেলে বেজায় খুশি
আদর দিলে যাচ্ছে রেগে।
মাঝ উঠোনে ইঁদুর ছানা
বিড়াল নিয়ে করছে খেলা,
মুরগীগুলো শেয়াল ধরে
হরহামেশা নিত্যবেলা।
মাঘের রাতে বেজায় গরম
শীতের দাপট ভাদর মাসে,
শাওন মাসে কোকিল ডাকে
আষাঢ় জুড়ে শিশির হাসে।
শোনরে তবে সামটা গাঁয়ে
সূর্য ওঠে পুবের মাঠে,
পূর্ণিমাতে চাঁদের আলোয়
বান ডেকে যায় নদীর ঘাটে।