আমার প্রতিদ্বন্দ্বীরা

নাসরিন মেঘলা | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

পাহাড়টা আমার ছিলো আজন্ম ভালোবাসায় লালিত।
যেদিন থেকে জানলাম কোন এক জন্ম থেকে তুইও পাহাড় ভালোবাসিস-
সেদিন থেকে কি করে যেন আমার পাহাড়টা তোর হয়ে গেলো
আজো আমি সেই পাহাড়ে হেঁটে বেড়াই, ঘন ঘাসের ফাঁকে ইতি উতি
খোঁজাখুঁজি চলে … এদিক ওদিক ছুটতে থাকি …
কখনো খোলা আকাশে বুক পেতে শুই
কখনো কালো আকাশ তাড়া করতে থাকে
ঝুম বৃষ্টিতে পাহাড়ের আড়ে বসে উদাস হই
আকাশ যখন চোখ রাঙানো শুরু করে আগে ভাবতাম
আমার সাথে বাজি খেলায় নামবে বলে তার প্রস্তুতি চলছে
এখন কিছুটা শঙ্কিত হই .. আকাশ যদিও টের পায় না কিছুই..
ঘোর অন্ধকার বা পূর্ণিমার আলো …
জোনাকিগুলো সাথে নিয়ে আমি খুঁজে চলি …
না কোন গুপ্তধনের সন্ধানে নয়… অশরীরীর মতো নিজের পাহাড়ে
রাতদিন হেঁটে যাই জেল পালানো কয়েদীর মতো…
নিজের ঘরে আজ নিজেই অপাংক্তেয়,
এ যেন প্রবেশ নিষেধ!
এই জেল পালানো কয়েদী জীবনে জানলাম তোকে যে পাহাড়টা দিয়েছিলাম
সেটা তোর প্রয়োজন কখনোই ছিলো না …
সেই থেকে আমি আমার সেই ঈশ্বরকে খুঁজে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধজিজ্ঞাসা
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়িতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা