প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. অনুপম সেন আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মহানগর যুবলীগের চার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ড. অনুপম সেন বলেন, জনগণের মন জয় করার মাঝেই লুকায়িত থাকে নেতৃত্বের পরম সার্থকতা। শেষে যুবনেতাদের হাতে অনুপম সেন অনন্য আলোকরেখা বইটি চার যুগ্ম আহ্বায়কের হাতে তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












