ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার জেলা পরিষদের বাস্তবায়নে ২০ লাখ টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ঈদগাঁওয়ের কৃতী সন্তান হেলালুদ্দীন আহমেদ উক্ত বরাদ্দ মঞ্জুর করেন। অন্যদিকে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যমান নতুন একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় চতুর্থ থেকে ষষ্ঠ তলার নির্মাণ কাজ সম্প্রতি সমপন্ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উক্ত টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রকল্পের ঠিকাদার ফরিদ এন্টারপ্রাইজ। এই দুই বিদ্যালয়ের সমাপ্ত ও চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব। সকালে তিনি প্রথমে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে বিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে তিনি একটি নবনির্মিত সুসজ্জিত কক্ষ পরিদর্শন করেন। পরে তিনি হাইস্কুলের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে বিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর দেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ ইসলাম প্রমুখ।
বিদ্যালয় দুইটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত ও ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ সময় মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, জেলা পরিষদের সদস্য মাহমুদুল করিম সহ শিক্ষাপ্রতিষ্ঠান দুইটির কর্মরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এর আগে তিনি ডুলা ফকির (রাঃ) মাজার এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন আলী আকবরের বাড়ির নির্মাণ কাজ এবং পরে ঈদগাঁও উত্তর মাইজ পাড়ায় রুবি আক্তার এর বাড়ির নির্মাণ কাজ পরিদর্শন করেন।