বাইশারীতে রাবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে মো. কালু নামে এক রাবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ইউনিয়নের থ্রি স্টার রাবার বাগানের পার্শ্ববর্তী পীরের চর এলাকায় এ ঘটনা ঘটে। মো. কালু রামুর গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াংগেরকাটা গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৬টায় বাগানে কাজ করার উদ্দেশে বাড়ি থেকে বের হন মো. কালু। কিন্তু সাড়ে ৯টায় খবর আসে-তার অবস্থা ভালো নয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়। তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছে পরিবার।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, কালু দরিদ্র শ্রমিক ছিল। তার কোনো শত্রুও ছিল না। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন, ওই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যুবক আহত
পরবর্তী নিবন্ধঈদগাঁওয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের সিনিয়র সচিব