মহানগর পূজা পরিষদ
পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শারদীয়া দুর্গাপূজার কর্মসূচির অংশ হিসেবে পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদারের নেতৃত্বে অনাথদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বোয়ালখালীর শাকপুরা মদন গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল মুরালী দাস গোস্বামীর নিকট খাদ্যসামগ্রী বাবদ নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, ড. বিপ্লব গাঙ্গুলী, অ্যাড. নটু চৌধুরী, অ্যাড. নিখিল কুমার নাথ, অ্যাড. টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, সঞ্জয়িতা দত্ত পিংকি, রাজন দাশ, রিপন রায় চৌধুরী, অসীক দত্ত, অসীম দে, অয়ন ধর প্রমুখ।
জাতীয় হিন্দু মহাজোট
জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে অংশগ্রহণ ও গণসচেতনতায় দর্শনার্থীদের মাঝে মাক্স বিতরণ এবং বিভিন্ন পূজা কমিটির কাছে মাক্স হস্তান্তর করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী নীপেশ রঞ্জন হোড়, চন্দন চক্রবর্তী, জহরলাল চক্রবর্ত্তী, কৃষ্ণপদ আচার্য্য, পলাশ কান্তি নাথ, বাপলু আচার্য্য, রাসেল দাশ, প্রকৌশলী বিশাল আচার্য্য, প্রকৌশলী অজিত দত্ত।
ষোলশহর নাজির পাড়া জয় সংঘ
পশ্চিম ষোলশহর নাজির পাড়ার হিন্দু পাড়ায় জয় সংঘের আয়োজনে শারদীয়া মণ্ডপে পূজা উপলক্ষে রাজীব দাশের সভাপতিত্বে ও সুভাশীষ চৌধুরীর পরিচালনায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজম। আরো বক্তব্য রাখেন শাহজাহান, সাইফুল আলম, মোহাম্মদ আনোয়ার আজম, দেলোয়ার হোসেন বাবুল, উত্তম কুমার দে, যীশু চৌধুরী, রুবেল শীল, বিকাশ শীল, বিধান শীল, সুজন শীল, শ্যামল শীল, মানিক শীল, শেখ মহিবুর রহমান প্রমুখ।
পাঞ্চজন্য গীতাপাঠক পরিষদ
পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীতে দরিদ্রদের মাঝে বস্ত্রদান কর্মসূচি সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। পরিষদ সভাপতি প্রদর্শন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ-সভাপতি সুধামা দাশ সুজন, অর্থ সম্পাদক মিশন দত্ত সপু, জনি চক্রবর্তী ও ইডেন দত্ত তপু। এ সেবাযজ্ঞে সহায়তা করেন পরিষদের আন্তর্জাতিক সম্পাদক প্রবাসী উজ্বল দাশ। একই সময়ে দেশের ১৭টি জেলার দরিদ্রদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
বাংলাদেশ বৈদিক পরিষদ
বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয়, মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আহবায়ক ডা. নারায়ন চন্দ্র মজুমদার। অধ্যক্ষ অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন শম্ভুনাথ দাশ। প্রধান অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য। আশীর্বাদক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন অরুন কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন সুজয় দাশ, মানিক চন্দ্র বৈদ্য, ডা. দেবাশীষ মজুমদার, উত্তম চক্রবর্তী, অ্যাড. নিরঞ্জন কুমার চৌধুরী, নারায়ন কান্তি দাশ, দোলন কান্তি দাশ, উত্তম দত্ত, রাজীব দে শম্ভু, রঞ্জন দত্ত, রুমকি সেনগুপ্ত, প্রমুখ।
৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের উদ্যোগে বস্ত্র বিতরণ ও ৭টি পূজা মণ্ডপে অনুদান, করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও অনিন্দ্য দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন, শিক্ষক শাহদাত হোসেন, লক্ষ্মীপদ দাশ, অমিত হোড় শম্ভু, রনজিত পাল, লায়ন রূপম দাশ গুপ্ত, দোদুল দাশ প্রমুখ।
বাগীশিক উত্তর জেলা
বাগীশিক উত্তর জেলা সংসদের সংসদের সভাপতি অমৃতলাল লাল দের নেতৃত্বে প্রতিনিধি দল সীতাকুণ্ড, মীরসরাই, ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পূজার্থীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিনিধি দলের সাথে ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ-সভাপতি শুভাশিষ চৌধুরী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাস্টার শিবু দাশ, বিপ্লব পাল চৌধুরী, অনিল নাথ, পরিমল দাশ, ছোটন দাশ, উজ্জ্বল ভৌমিক প্রমুখ।
হাটহাজারী
হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলায় ৩০টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় বুড়িশ্চর, শিকারপুর, উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, চিকনদন্ডী, ফতেপুর ইউনিয়ন, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ বিভিন্ন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাথে ছিলেন ওসি তদন্ত রাজিব শর্মা, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অলক মহাজন, হাটহাজারী পূজা পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বিপ্লব মুহুরী, আলাউদ্দিন সোহেল, সুজন তালুকদার, দীপক মজুমদার, পলাশ দে, জগদীশ রুদ্র, প্রবীর চক্রবর্তী, নির্মল নাথ, কাজল শীল, ডা. জিবন চৌধুরী সুভাষ নাথ, রাজেশ দেব, জিকু দাশগুপ্ত নেতৃবৃন্দ।
সাতকানিয়া
সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। গতকাল শনিবার সাতকানিয়া উপজেলা হল রুমে অর্থ বিতরণ অনুষ্ঠানে রুপ কুমার নন্দী খোকনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সেলিম উদ্দীন, রিপন দাশ সুজন প্রমুখ।
আনোয়ারা শীল কল্যাণ সমিতি
আনোয়ারা উপজেলা শীল কল্যাণ সমিতির উদ্যোগে গত ২৩ অক্টোবর আনোয়ারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, জহরলাল শীল, আশীষ শীল, স্বপন শীল, সন্তোষ শীল, অমৃত শীল, মাস্টার দীপন শীল, অ্যাড. পিটু শীল, অসীম শীল, মাস্টার বিধান শীল, ডা. সুদন শীল, রাখাল শীল প্রমুখ।
উত্তর জেলা পূজা পরিষদ
উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে হাটহাজারীর ফতেয়াবাদ মাস্টারদা স্মৃতি সংঘের উদ্যোগে গত ২৩ অক্টোবর শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমীতে অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা সঞ্জয় ঘোষের সভাপতিত্বে ও অরুন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। উদ্বোধক ছিলেন উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নটু কুমার ঘোষ।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক এডিশনাল পিপি অ্যাড. নিখিল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, সুমন চৌধুরী। অনুষ্ঠানে উত্তর জেলা পূজা পরিষদের পক্ষ থেকে শতাধিক অসহায়-হতদরিদ্রের মাঝে বস্ত্র ও চাল বিতরণ করা হয়।
পটিয়ায় পূজা পরিষদ
পটিয়া প্রতিনিধি জানান, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার হায়দার বলেন, দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বৃহস্পতিবার রাতে একটি রেস্তোরাঁয় আয়োজিত পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছাকালে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিমল মিত্র, ঋষি বিশ্বাস, বিশ্বজিৎ দাশ, প্রণব দাশ, মাস্টার শ্যামল দে প্রমুখ।
তৃণমূল এনডিএম
শারদীয়া দুর্গাপূজার মহাঅষ্টমীতে গতকাল শনিবার নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও তৃণমূল এনডিএম নেতা খোকন চৌধুরী। তিনি নগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন দিলীপ দাশ, মো. ইসমাইল, খোরশেদ আলম, মো. আবু জাফর বাবু, প্রীতি দাশ প্রমুখ।
জয় সংঘ
ষোলশহর নাজির পাড়ার হিন্দুপাড়া জয় সংঘের আয়োজনে সর্বজনীন শারদীয়া মণ্ডপে পূজা উপলক্ষে রাজীব দাশের সভাপতিত্বে ও সুভাশীষ চৌধুরীর পরিচালনায় দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা. শেখ শফিউল আজম। বক্তব্য দেন, সাইফুল আলম, মোহাম্মদ আনোয়ার আজম, দেলোয়ার হোসেন বাবুল, উত্তম কুমার দে, যীশু চৌধুরী প্রমুখ।
বাগীশিক মহানগর
বাগীশিক মহানগর সংসদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ, সেলাই মেশিন প্রদান ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. তপন কান্তি দাশ। অতিথি ছিলেন লায়ন অসিত সেন। প্রধান বক্তা ছিলেন, ডা. অঞ্জন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন তপন ধর, লায়ন স্বপন দাশ, প্রণব সাহা, প্রভাষক পলাশ কান্তি নাথ রণি, সীমান্ত ভট্টচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে বস্ত্র বিতরণ, অসহায় পরিবারকে সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে সনাতনীদের বিভিন্ন পূজা মন্ডপে বস্ত্র বিতরণ করেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোরশেদ আক্তার চৌধুরী। টিটু চৌধুরীর সভাপতিত্বে ও নান্টু চৌধুরীর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সুমন তালুকদার, উদয়ন চৌধুরী, জাহেদুল হক জনি, বাবু আইচ, সুপ্তি তলাপাত্র, শিল্পী ভৌমিক, রস্মি চৌধুরী, নান্টু চৌধুরী, পলমি চৌধুরী, বাবুল দাশ, মো. অমিত হাসান, নেপাল মেম্বার, জগৎ মেম্বার, মুরাদ, জালাল প্রমুখ।
আনোয়ারার বারখাইনে বস্ত্র বিতরণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের উদ্যোগে আনোয়ারার বারখাইনে সনাতনী সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে এবং পূজা মণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পুরো ইউনিয়নে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ১ হাজার পিস শাড়ি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ইউসিবিএলের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ও শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরীর পক্ষে এসব বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এটা একটি মানবিক কর্মসূচির অংশ মাত্র। প্রেস বিজ্ঞপ্তি।