প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করছেন

নগর শ্রমিকলীগের সভায় কেন্দ্রীয় সভাপতি মন্টু

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে কর্মী সভা ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও দর্জি শ্রমিকলীগের সভাপতি কাঞ্চন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পক্ষে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করছেন। শ্রমিকদের অধিকার প্রোটেকশন দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে স্কপের প্রধান কার্যালয়ের জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দ দিয়েছেন। ইতিপূর্বে পাটকল চালু রাখার জন্য শ্রমিকদের হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়ন করে চলেছেন। করোনাকালীন গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করেছেন। সম্প্রতি নৌ-যান ধর্মঘটে শ্রমিকদের দাবি সরকার মেনে নিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রাখার পদক্ষেপ নিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি শফর আলী, ক্রাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতেয়ার উদ্দিন খান, রেলওয়ে শ্রমিকলীগের কার্যকরী সভাপতি লোকমান হোসেন, নগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল উদ্দিন, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মীর হোসেন মিলন, চট্টগ্রাম দোকান-কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস, মহানগর রিঙা শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, হকার্সলীগের সভাপতি প্রবীণ ঘোষ, কোতোয়ালী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রাম লবণ শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল মালেক হাওলাদার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কালিম শেখ, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহম্মেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. মোতালেব ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বড়ুয়া, চট্টগ্রাম ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক, সিটি ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি এ কে আজাদ, বায়েজিদ থানা শ্রমিকলীগের সভাপতি মো. আজিজ, সহ-সভাপতি কামাল উদ্দিন, পিকআপ-মিনি ট্রাক-ভ্যান মালিক ইউনিয়নের সভাপতি ফেরদৌস জামান মুকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশারদীয় দুর্গাপূজায় বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধমানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ