ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের মহারাজা চৌধুরী বাড়ির শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী (৬৮) গত সোমবার বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (্ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। ওইদিন রাত ১০টায় নগরীর অক্সিজেন আবাসিক এলাকা জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে ফটিকছড়ি ফাউন্ডেশন চট্টগ্রামের সভাপতি মঞ্জুর মোর্শেদ ফিরোজ, সাধারণ সম্পাদক এম ইলিয়াছ খান আইয়ুব, এম কামরুল হাসান চৌধুরীসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।