কক্সবাজারে এবার ২৯৯ মণ্ডপে হবে দুর্গাপূজা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলায় এবার ২৯৯টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। এরমধ্যে প্রতিমা ১৪৪টি এবং ঘট ১৫৫টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ৭ দফা নির্দেশনা মেনে এবারের দুর্গোৎসব পালিত হচ্ছে। এবারের পূজায় রং ছিটানো হবে না, বাজি ফোটানো হবে না, থাকছে না তেমন কোনো উৎসব। শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে দুর্গাপূজা। গতকাল মঙ্গলবার বিকালে লালদীঘি পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গণে আয়োজিত জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রনজিত দাশ, উপদেষ্টা প্রিয়তোষ পাল পিন্টু, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বাবুল শর্মা, সহসভাপতি উজ্জ্বল কর, রতন দাশ, বিপুল সেন, যুগ্ম সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, সদরের সভাপতি দীপক দাশ, স্বপন দাশ, ডা. পরিমল দাশ, বলরাম দাশ অনুপম, মিটন কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী
পরবর্তী নিবন্ধআজ কাজী আবদুস সাত্তার স্মরণসভা