মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সন্দ্বীপ উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এটিএম সিদ্দিকুর রহমান ও সীতাকুণ্ড উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আলীম উল্লাহ’র মৃত্যুতে স্মরণ সভা, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ডায়াবেটিক হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংসদের জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার নাসির উদ্দিন, বোরহান উদ্দিন, মো. বদিউজ্জামান, আহমেদ হোসেন, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, আবদুর রাজ্জাক, মোহাম্মদ হারুন, অ্যাড. ফখরুদ্দিন, মীরসরাই কমান্ডার কবির আহমেদ, সাতকানিয়া কমান্ডার মো. আবু তাহের এলএমজি, বাঁশখালী কমান্ডার আবুল হাসেম সিকদার, হাটহাজারী কমান্ডার নুরুল আলম প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন বলেন, তৃণমূল মুক্তিযোদ্ধাদের অত্যন্ত প্রিয় ও যোগ্য কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা মরহুম এটিএম সিদ্দিকুর রহমান ও মো. আলীম উল্লাহ। তাঁদের মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












