বোয়ালখালী উপজেলার কালুরঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন যুবদল নেতা মো. নাছের উদ্দিন (৪০)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় হাজুরা তলা রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলেন নাছের। এ সময় একটি রেঞ্জারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন। নিহত নাছের বোয়ালখালী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছান্দার পাড়া মৃত আতাউর রহমানের ছেলে।