তিন দিনের কর্মবিরতিতে বাঁশখালীর ইউপি সচিবরা

পুকুরিয়ায় হামলার প্রতিবাদ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমেদকে ইউপি সদস্য আমজাদ হোসেন শারীরিক লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সচিবরা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং তিন দিনের কর্মবিরতি পালন করছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।

গত বুধবার দুপুরে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকের আহমেদকে পরিষদ কার্যালয়ে একই পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় সচিব মোহাম্মদ জাকের ৫ জন ইউপি সদস্যকে আসামি করে থানায় অভিযোগ দাখিল করেন। গতকাল সকালে বাঁশখালীর ১৪টি ইউনিয়ন পরিষদের সচিবেরা উপজেলা সদরে মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রেরণ করেন। এ সময় তিন দিনের কর্মবিরতি পালন করবেন বলে মানববন্ধন কালে সাংবাদিকদের জানান তারা। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাঁশখালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নোভেল ভট্টাচার্য, সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীসহ সকল সচিবদ্বয় উপস্থিত ছিলেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। তারা এর সুষ্ঠু বিচার দাবি ও নিরাপত্তা দাবি করেন। এদিকে এ ঘটনার পর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন সচিবের পক্ষে অবস্থান নিলেও পরিষদের ৮জন সদস্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বরাবরে অভিযোগ করে পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন ও সচিব মোহাম্মদ জাকের আহমদের বিরুদ্ধে নানা অভিযোগ ও স্বেচ্ছাচারিতার বিচার দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অপরাধীকে শাস্তির সুপারিশ করা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধইসকন মন্দিরে দানবাক্স ভেঙে চুরি
পরবর্তী নিবন্ধইউএসটিসি ও সিভাসুর সমাঝোতা স্মারক স্বাক্ষর