ইউএসটিসি ও সিভাসুর সমাঝোতা স্মারক স্বাক্ষর

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:২০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)’র উদ্যোগে ইউএসটিসি ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (সিভাসু) মধ্যে গত ২৩ নভেম্বর এক সমাঝোতা স্মারক নগরীর একটি হোটেলে স্বাক্ষরিত হয়। সমাঝোতা স্মারকে ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং সিভাসুর পক্ষে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ও উভয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারগণ স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন ইউএসটিসির ডীন প্রফেসর ড. গুরুপদ চক্রবর্ত্তী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সস এন্ড হিউমেনিটিজ, ড. সৈয়দ আলী ফজল, সিভাসুর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ড. মো. আশরাফ আলী বিশ্বাস, প্রফেসর ড. আশুতোষ দাশ, মীর্জা ফারুক ইমাম, প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসানম প্রমুখ। বাংলাদেশ ‘ভিশন-২০৪১’এর আলোকে স্বাক্ষরিত এই সমাঝোতা স্মারক বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক মাইলফলক হয়ে থাকবে। এই সমাঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা ও প্রকাশনা, পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি গ্রোগ্রাম, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে পিয়ার রিভিউ, গবেষণাগার আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দিক-নির্দেশনা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের কর্মবিরতিতে বাঁশখালীর ইউপি সচিবরা
পরবর্তী নিবন্ধশামসুন্নাহার