‘৭ মার্চের ভাষণ ছিল বাঙালির প্রেরণা’

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির প্রেরণা। এই ভাষণের সূত্র ধরে এদেশের নিরস্ত্র জনগণ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তখনই দেশবিরোধী চক্র নানাভাবে উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য চক্রান্ত করছে। চক্রান্তকারীদের রুখতে তারা আহ্বান জানান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দিলেই নিউক্লিয়াসের সদস্যরা সশস্ত্র মুক্তিযুদ্ধের কার্যক্রম শুরু করে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও ডকুমেন্টারী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বর্ণিল আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন শুরু হয় বাটালি হিলস্থ নগর ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে। পুস্পস্তবক অর্পণ ও সভায় অংশ নেনপ্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সলিমুল্লাহ বাচ্চু, আবুল হাসনাত বেলাল, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, আব্দুল মান্নান, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের এবারের সাতই মার্চের আয়োজনে আরো ছিলগুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও আইল্যান্ডে বঙ্গবন্ধুর ছবিইতিহাস সংবলিত ৪টি ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন, আন্দরকিল্লা পুরানো নগর ভবন পার্কিং লট ও জামালখানে এলইডির মাধ্যমে ৭ মার্চের ভাষণ প্রচার, নগর ভবন ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকসজ্জা, ফোয়ারা এবং তোরণ নির্মাণ। এছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। আলোচনায় অংশ নেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, জাফর আহমদ, প্রদীপ চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তালুকদার, আবু তালেব, সরোয়ার হাসান জামিল, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ, মহিউদ্দিন চৌধুরী, দিলোয়ারা ইউসুফ, অ্যাড. বাসন্তী প্রভা পালিত, সাদাত আনোয়ার সাদী, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয় প্রাঙ্গণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেনদক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, এম এ সাইদ, শাহাজাদা মহিউদ্দিন, অ্যাড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, অ্যাড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, বোরহান উদ্দিন মো. এমরান, আবদুল কাদের সুজন, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, ডা. তিমির বরণ চৌধুরী, আবু জাফর, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, দেবব্রত দাশ, ছিদ্দিক আহমদ বি.কম, চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, মাহবুবুর রহমান শিবলী, আবুল কালাম আজাদ, সেলিম নবী, আ ম ম টিপু সুলতান চৌধুরী, এম এ মালেক, নাছির উদ্দিন, হায়দার আলী রনি, জসিম উদ্দিন, নুরুল হাকিম, দিদারুল ইসলাম, আতিকুর রহমান, দিদারুল আলম, সুরেশ দাশ, এস এম বোরহান উদ্দিন, মো. আবু তাহের প্রমুখ। এদিন ভোর ৬টায় সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন : ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্র্পণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) একেএম সরোয়ার কামাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মো. সুলাইমান, রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, আরআরএফ কমান্ড্যান্ট (এসপি), চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আনসারভিডিপিসহ বিভিন্ন সরকারবেসরকারি প্রতিষ্ঠান। সকালে বেলুন উড়িয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। অনুষ্ঠানে চবক বোর্ড সদস্যগণ, বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সিবিএ নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সভা শেষে চবক চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় : ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হল রুমে উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সভাপতিত্বে দিনটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ডেন্টাল অনুষদের ডিন, অধ্যাপক ডা. মো. আকরাম পারেভজ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন, বিআইটিআইডির পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. সাখাওয়াত উল্লাহ, বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ, চমেবির উপ রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, বিআইটিআইডির সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন, চমেবির সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বপন, সহকরী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম, শাখা কর্মকর্তা আসিফ আল হোসাইন, প্রকিউরমেন্ট অফিসার মুশফিকুর সালেহীন, বিআইটিআইডির মেডিকেল টেকনিশিয়ান খন রন্‌জন দত্ত প্রমুখ।

নানুপুর লায়লাকবির কলেজ : নানুপুর লায়লাকবির কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আলোচনা সভা শুরুর পূর্বে ৭ মার্চের ভাষণ সমপ্রচার করা হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিজন কুমার শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অধ্যাপক অনুপম চৌধুরী, অধ্যাপক ফোরকান মিয়া, অধ্যাপক সমীরণ বড়ুয়া, অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী, অধ্যাপক আহসান আরিফ চৌধুরী। নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন অধ্যাপক পংকজ দেব অপু। শিক্ষার্থীরা আবৃত্তি, ৭ মার্চের ভাষণের তাৎপর্যে ওপর প্রতিযোগিতামূলক বক্তব্যে অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী।

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক মনোজ কুমার দেব, অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, বোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) এমদাদ হোসাইন, উপকলেজ পরিদর্শক বিজয় ভৌমিক, সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান। সকালে কর্মসূচির শুরুতে বোর্ড চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সাবেক মেয়র এম মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তফাহাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. মনজুর আলম এর প্রতিষ্ঠান উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ দিবস ৭ মার্চ যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। ৭ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও স্বাধীনতার শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে অত্র কলেজে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অত্র কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম. মনজুর আলম। আলোচনা করেন অত্র কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, শিক্ষকদের মধ্যে কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, . বিকাশ কুমার মজুমদার, অসীম চক্রবর্তী, শাহ আলম মজুমদার, আবদুল্লাহ মহসিন, নুর মোহাম্মদ, আবদুস সালাম সহ অন্যরা।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি চট্টগ্রাম : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিী চট্টগ্রামের উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ আইরিন পারভিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মো. নোমান, ফারজানা ইয়াছমিন, আবদুল্লাহ খাঁন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, ফারদিন মুস্তাকিম তাসিন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, মো. ওমর ফারুক, মো. জয়নুল আবেদীন, মো. নাজিম উদ্দীন, মো. সাজ্জাদুর রহমান, জাহিদুল আলম চৌধুরী, রানা সিংহ, বোরহান উদ্দিন, ফয়সাল বিন নাসির, ছোটন বড়ুয়া প্রমুখ।

শোভনদন্ডী ডিগ্রি কলেজ : শোভনদন্ডী ডিগ্রি কলেজে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ কর্ণার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মফজল আহমেদ চৌধুরী, গভর্নিং বডির সদস্য ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মো. নুরুল আলম, অধ্যক্ষ মো. হামিদ হোসাইন, আবুল হাছান খোকন, চেয়ারম্যান মো. এহেছানুল হক, মো. এরশাদুল আলম, আরাফাত শাকিল প্রমুখ।

কাটিরহাট মহিলা কলেজ : হাটহাজারী প্রতিনিধি জানান, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগীয় প্রধান অধ্যাপক মানিক চন্দ্র নাথের সভাপতিত্বে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ কল্যান নাথ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম। প্রভাষক নাজনীন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আবু ছালেহ, শিক্ষার্থী লুৎফুন্নেসা ববি। প্রবন্ধ পাঠ করেন আতিকা ওরফাত চৌধুরী। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন প্রভাষক সুললিত কান্তি দে। বিচারক ছিলেন অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক মো. সেলিম উদ্দীন, অধ্যাপক বিপ্লব মহাজন।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এ উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শ্যামল কুমার দাশের সঞ্জালনায় আলোচনায় অংশ নেন অধ্যাপক আবদুল গফুর, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান আ..ম শাহাদত আলম, অধ্যাপক তাজুল ইসলাম, পৌর মেয়র এস.এম তোফাইল বিন হোছাইন, চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, নীলকন্ঠ দাশ,আলাওল মাসুদ,জাহেদ আকবর জেবু, মো. হামিদ উল্লাহ, আকতার হোছাইন,শিহাব উল হক সিকদার, মো. ইমরুল হক ফাহিম, নাঈম উদ্দিন মাহফুজ, এম..আউয়াল টিপু,আনিসুজ্জামান আবিদ, জয়নাল আবেদীন, মো. রুবেল প্রমুখ।

সরাইপাড়া : সরাইপাড়ায় এক আলোচনা সভা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন লায়ন এম শওকত আলী, এ বি এম লুৎফুল হক খুশি, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা :দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোরমেলার উদ্যোগে গত ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোরমেলা কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোরশেদ উল্লাহ, দক্ষিণজলা সভাপতি, খুরশীদ উল আলম খোকন, সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, উত্তর জেলা সাধারণ সম্পাদক মোকাররম হোসেন ভুঁইয়া, দক্ষিণ জেলার সাংস্কৃতিক সম্পাদক এস্তাফিজুর রহমান।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও শিক্ষার্থী হুমায়রা নুসরাত পৌরশীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ ঘোষ। সংগীত পরিবেশনায় রাজশ্রী চৌধুরী, পুনম চক্রবর্তী, ইতি দে, অথৈ চৌধুরী, দীঘি চৌধুরী।

কেজিডিসিএল : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উদ্যোগে ষোলশহর প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কেজিডিসিএল কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহালদা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
পরবর্তী নিবন্ধকথন সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান