হালদা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। গত রোববার বিকালে সত্তারঘাট ব্রিজ হতে কালুরঘাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তিনি।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ড. মো. আমিনুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, ডিম সংগ্রহকারী ও গণমাধ্যমকর্মীদের সাথে গড়দুয়ারা নয়াহাট হালদা চত্বরে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় হালদার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। ডিম সংগ্রহকারীদের সমস্যার কথা তুলে ধরে স্থানীয় কামাল সওদাগর বক্তব্য রাখেন। সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মো.হোসেন, আসলাম পারভেজ, মো.আলাউদ্দীন। সংবাদিক মো.বোরহান উদ্দিন।

সভায় বিভাগীয় কমিশনার হালদা নদীর মা মাছের অভয়াশ্রম, ডিম সংগ্রহের স্থান ও সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কার্যক্রমের সার্বিক খোঁজ নেন।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে আহরণের কার্যক্রম
পরবর্তী নিবন্ধ‘৭ মার্চের ভাষণ ছিল বাঙালির প্রেরণা’