ওই সব লোক, যারা এতিমদের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১০) সূরা নিসা।
তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না- ধোকাবাজ, কৃপণ ও যে দান করিয়া দানের গৌরব করিয়া বেড়ায়।
– আল-হাদিস (নাছায়ী)।
উপযুক্ত আহার ঔষধের চেয়েও বেশী উপকারী।
– জন রে।