হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন একটা সম্প্রদায় চেয়েছে যে, তোমাদের বিরুদ্ধে হস্ত সম্প্রসারণ করবে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১১) সূরা– মা–ইদাহ।
কবিরা গুনাহ সাতটি, এতিমের মাল জুলুম করিয়া খাওয়া উহার মধ্যে একটি।
– আল–হাদিস (হাকেম)
যে কোনদিন পরাজিত হয়নি সে কোনদিন বিজয়ী হবে পারবে না।
– হেনরি ওয়ার্ড।