সুতরাং যে ব্যক্তি ক্ষুধা-পিপাসার তীব্রতায় বাধ্য হয়, এভাবে যে, পাপের দিকে ধাবিত হয় না, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:০৫) মা-ইদাহ।
শস্য আমদানীকারক ভাগ্যবান এবং মজুতদার অভিশপ্ত।
– আল-হাদিস (ইবনে মাজা)
যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে, সে কিছুই শেষ করতে পারে না।
– সিমনস।