ছয় মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১১ শতাংশ

চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৫:০০ পূর্বাহ্ণ

অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩০ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকা। রাজস্ব আয় ৬ হাজার ৩৭৯ কোটি ৮৫ লাখ টাকা কম হলেও গত ২০২১-২০২২ অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, আমদানি কমে যাওয়ার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি। তবে গত অর্থবছরের চেয়ে এগিয়ে আছে। এটি ইতিবাচক দিক।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৪৮২ কোটি টাকা, আগস্ট মাসে ৫ হাজার ৬৬১ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, অক্টোবর মাসে ৬ হাজার ৫৫৭ কোটি টাকা, নভেম্বর মাসে ৬ হাজার ৬০৪ কোটি টাকা, ডিসেম্বর মাসে ৬ হাজার ৬০৪ কোটি টাকা, জানুয়ারি মাসে ৬ হাজার ৬৫২ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসে ৫ হাজার ৭৫৫ কোটি টাকা, মার্চ মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, এপ্রিল মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা, মে মাসে ৪ হাজার ৭১৭ কোটি টাকা এবং জুন মাসে ৬ হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর।

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, শতভাগ মার্জিন দেয়ার পরে অনেক ব্যবসায়ী পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খুলতে পারেননি। ফলে আমদানি বাণিজ্যে কিছুটা হলেও স্থবিরতা দেখা দিয়েছে। তাই স্বাভাবিকভাবে আমদানি কমেছে। এছাড়া গত দুই তিন মাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পণ্যের আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক হার বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, চট্টগ্রাম কাস্টমসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব অর্জিত হয়নি। তবে গত অর্থবছরের তুলনায় রাজস্ব আয়ের প্রবৃদ্ধি বেড়েছে ১০ দশমিক ৬১ শতাংশ। আসলে প্রতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়। গত অর্থবছরের তুলনায় আদায়ের প্রবৃদ্ধি বেড়েছে এটিও ইতিবাচক দিক।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সরকারি জায়গা দখলমুক্ত করে বনায়ন
পরবর্তী নিবন্ধ৭৮৬