হাটহাজারীতে সরকারি জায়গা দখলমুক্ত করে বনায়ন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩ জানুয়ারি, ২০২৩ at ১০:৪৬ অপরাহ্ণ

হাটহাজারীতে সরকারি ৬০ লাখ টাকা মূল্যের জায়গা অবৈধ দখল মুক্ত করে বনায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন দীর্ঘদিন অবৈধভাবে দখলে থাকা এ জায়গা উদ্ধার করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান জানান, হাটহাজারী ভূমি অফিসের আওতাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসনের নামে খতিয়ানভুক্ত ৯ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদাররা দখল করে রেখেছিল।

এই জায়গার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। বিভিন্নভাবে এ ব্যাপারে অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার চিকনদণ্ডী ভূমি অফিসের কর্মকর্তা ও সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত ও পরিমাপ করে ৯ শতক জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি নিয়ন্ত্রণে এনে সেখানে বনায়ন করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় ১৯ বছর পর আসামির আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধছয় মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১১ শতাংশ