৭৮৬

| বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

তাঁরই, যা কিছু আসমানসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে। সে কে, যে তাঁর সম্মুখে সুপারিশ করবে, তাঁর অনুমতি ব্যতিরেকে। (তিনি) জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৫৫) সূরা বাক্বারা।

যে ব্যক্তি কর্জের নাম করিয়া মাল গ্রহণ করে এবং উহা পরিশোধ করিবে না মনে ধারণ করে, আল্লাহতায়ালা তাহাকে ধ্বংস করিবেন।
– আল-হাদিস (আহমাদ)।

অন্যের টাকায় ব্যাগ ভরে রাখার চেয়ে, ব্যাগ শূন্য থাকা অনেক ভালো।
– টেরিয়ানো।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়া পদকপ্রাপ্তিতে প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধমানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আরো আন্তরিক হতে হবে