৭৮৬

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

এবং যখন তোমাদেরকে কেউ কোন বচন দ্বারা সালাম করে, তবে তোমরা তা অপেক্ষা উত্তম বচন তার জবাবে বলো, কিংবা অনুরূপ বলে দাও। নিশ্চয় আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। 
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:৮৬) সূরা নিসা।

হাজী হজ করিয়া যতক্ষণ বাড়ী না পৌঁছে তাহার দোয়া কবুল হয়। যদি এরূপ কাহারও সহিত সাক্ষাৎ হয় তবে তাহাকে সালাম কর, মোসাফাহ কর এবং নিজের জন্য দোয়া করাও। 
– আল-হাদিস (আহমাদ)।

যে ব্যক্তি পাপের মত পুণ্যকেও গোপন রাখে-সেই খাঁটি লোক। 
– (সুফি ইয়াকুব)।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধশিশুদের নিরাপত্তাকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব