আর তোমাদের কী হলো যে, যুদ্ধ করছ না আল্লাহর পথে এবং দুর্বল নর-নারী ও শিশুদের জন্য? যারা এ প্রার্থনা করছে, ‘হে আমাদের রব! আমাদেরকে এ বস্তি থেকে বের করো।
— আল কুরআনের বঙ্গানুবাদ (৪:৭৫) সূরা নিসা।
যাহার অঙ্গীকার বজায় না থাকে, তাহার দ্বীন পূর্ণ হয় নাই।
— আল হাদিস (বায়হাকী)
অলঙ্কারের সাহায্যে সৌন্দর্য বৃদ্ধির অর্থ হচ্ছে প্রকৃত সৌন্দর্যকে লুকিয়ে রাখা।
— এডিলা মরগ্যান।