তাদের অন্তরের কথা তো আল্লাহ্্ জানেন। সুতরাং আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে বুঝিয়ে দিন আর তাদের মামলায় তাদেরকে মর্মস্পর্শী কথা বলুন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:৬৩) সূরা নিসা।
দান খয়রাত কোন বস্তুকে কম করে না।
– আল–হাদিস (মোছলেম)।
যে কোনোদিন পরাজিত হয়নি সে বিজয়ী হতে পারবে না।
– হেনরি ওয়ার্ড।