৭১ এর গণহত্যা দিবসে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বালন আজ

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে আজ বিকেল পাঁচটায় কালরাত স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠে অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে (নিউ মার্কেট সংলগ্ন) আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সূর্যাস্তের পর শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা : কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এবারও চট্টগ্রামের জামাল খানস্থ খাস্তগীর স্কুলের সম্মুখ চত্বরে আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে ৫১টি মশাল প্রজ্জ্বলন করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা। রাত ৮টায় আলোচনা সভা শেষে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, রাজনীতিক, পেশাজীবী, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নতুন প্রজন্মের তরুণদের সাথে নিয়ে ৫১টি মশাল প্রজ্জ্বলন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বছর পর বাকপ্রতিবন্ধী মহিমা ফিরে পেল মা-বাবাকে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু