পটিয়া পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুলের সভাপতিত্বে গত মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত এজেন্ডার সাথে লোকাল গভর্মেন্ট কোভিট-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রকল্পের গাইড লাইন অনুযায়ী কন্ট্রাক্ট ট্রেসিং, জনস্বাস্থ্য উন্নয়ন, পৌর কবরস্থান আধুনিকায়ন ও শশ্মানের উন্নয়ন, পটিয়া পুরাতন থানার হাট ও নতুন থানার হাট আধুনিকায়ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হ্যান্ড ওয়াশিং ফ্যামিলিটিস, পাবলিক টয়লেট নির্মাণ বিষয়ে এলজিসিআরআরপি প্রকল্প হতে নির্মাণ প্রাপ্ত ৬ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করার সর্বসম্মত সুপারিশ প্রণয়ন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রুপক কুমার সেন, শফিউল আলম, মো. জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আক্তার চৌধুরী, ফেরদৌস আকতার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নেজামুল হক, পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার ও টিএলসিসি সদস্য নাসির উদ্দিন, খাইয়ের আহমেদ, নুরুল ইসলাম, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও মো. পারভেজ।












