৬৬ সালের ৬ দফা ছিল জাতির মুক্তির সনদ

হাটহাজারীতে আলোচনা সভায় ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ৬৬ সালের ৬ দফা ছিল জাতির মুক্তির সনদ। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর স্মরণকালের ঐতিহাসিক ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্‌বানে বাংলার মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তিনি গতকাল বুধবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাসেক, মোক্তার বেগম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, কেশব কুমার বড়ুয়া, হোসেন মাস্টার, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, ডা. গোবিন্দ প্রসাদ মহাজন ও চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা শুরু আজ
পরবর্তী নিবন্ধস্পেনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন