৬০ বিশিষ্টজনের মতামত নেবে সার্চ কমিটি

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি খুঁজে নিতে বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ৬০ জন বিশিষ্টজনের মতামত নেবে সার্চ কমিটি; যাদের সঙ্গে বৈঠক হবে শনি ও রোববার। একইসঙ্গে পছন্দের নাম চেয়ে নিবন্ধিত দলগুলোকে চিঠিও দেবে কমিটি। গতকাল মঙ্গলবার প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে চলা দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সার্চ কমিটির সদস্য সচিব মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খবর বিডিনিউজের।
বিকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে বসেন কমিটির ছয় সদস্য। গত শনিবার সার্চ কমিটি গঠনের পরদিন রোববার প্রথম বৈঠকে দলগুলোর কাছে নাম প্রস্তাব ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। দ্বিতীয় বৈঠকে চিঠি দেওয়া এবং যাদের আমন্ত্রণ জানানো হবে সেই তালিকা চূড়ান্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা উদ্ধারের মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় দুইজন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি