৫ মাস পর শনাক্ত চারশর নিচে

৯ মৃত্যু, শনাক্তের হার ২.০৯

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণের নিম্নমুখী ধারার মধ্যে এক দিনে ৩৯৬ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা পাঁচ মাসে সর্বনিম্ন। এর আগে গত ১৬ মে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে। আর গত এক দিনে আরও ৯ জন কোভিড রোগীর মৃত্যু হওয়ায় দেশে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭৪৬ জন হয়েছে। খবর বিডিনিউজের।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৫২৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৫১ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। আর যে ৯ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৬১ হাজার ২৪৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ১৬ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৮ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯৭ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধগরম বাড়াচ্ছে জ্বর-সর্দির ভোগান্তি
পরবর্তী নিবন্ধআকস্মিক দমকা হাওয়ায় লণ্ডভণ্ড প্যান্ডেল ও মঞ্চ